বুধবার, ১২ জুন, ২০১৩

আমার মা, আমার আম্মু, আমার সব

হলের বা মেসের খাওয়া দাওয়া সাধারনত তিন আইটেমে সীমাবদ্ধ। মাংস, মাছ ডাল। মাংস আর মাছ সাধারনত ছোট্ট এক বা দুই পিস করে।

এটা আম্মুও জানে। তবু গত কয়েক বছর ধরে প্রতিবেলায় ফোন দিয়ে যে প্রশ্ন দুটো তিনি করবেনই সেগুলো হলো:

খেয়েছ নাকি ? কি দিয়ে খেয়েছ ? 

জবাব শুনে আম্মু প্রতিবেলায় কষ্ট পায়। তবু তার শোনাই লাগবে। আমিও পালটা প্রশ্ন করি। প্রতিদিন এক কথা শোনা লাগে কেন ? বাসায় ভালো কিছু রান্না হলে আম্মু বলতে কষ্ট পায়। যেনো আমি বাসায় না থাকা অবস্থায় ভালো আইটেম রান্না করাটা বিরাট অন্যায় !

আবার অজুহাতও দেন ! আজ মেহমান এসেছিলোতো- তাই এইটা করেছি। আজ দুপুরের রান্নাটা খেয়ে একেবারে রুচি চলে গেছেতো- তাই এইটা করেছি। ছোটবোনের কাছে শুনেছি যেদিন আমার প্রিয় কোনো আইটেম রান্না হয় সেদিন খেতে বসলেই আম্মুর মন খারাপ হয়ে যায় !

এমনই কোনো একদিন আমার শুধু ছোট্ট দুই পিস মাংস দিতে ভাত খাওয়ার কথা শুনে সাথে সাথে মায়ের চোখে পানি এসে গিয়েছিলো। এটাও বোনের কাছে শোনা। অবশ্য জিজ্ঞেস করলে আম্মু স্বীকার করেন না।

সত্যিই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হলো মা হওয়া। এ কাজে কোনো সাপ্তাহিক ছুটি নেই, কোনো বেতন নেই, বোনাস নেই, পদোন্নতি নেই,প্রোমোশন নেই। তবু কিভাবে যে মায়েরা এই কাজটা সারাজীবন করে যান বুঝি না! শুধু কাজটা করে মায়ের মুখে তৃপ্তির হাসি দেখে বুঝি- সবচেয়ে কঠিন এই কাজটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ।