মঙ্গলবার, ২৮ মে, ২০১৩


পুরনো ছবির এলব্যাম। মানে একেবারেই পুরনো। 
অর্থাৎ আশির দশকের আগের যে কোন মানুষের ব্যাক্তিগত বা ঐ সময়ের পরিবেশ, সংস্কৃতির বা যে কোন কিছুর ছবি। 
দেখতে এতো ভালো লাগে কেন আমার। মনে হয় শুধু ঐ সময়ে যদি আমি থাকতাম। 
তবে একটা বিষয়। এখনকার কিছু পোশাকের মধ্যে ঐ সময়ের পোশাকের অনেক মিল খুজে পাচ্ছি। 
যেমন বড় কলার দেওয়া শার্ট, শার্টের পকেটের ওপর ছাউনি, কাঁধের ওপর ছাউনি। প্যান্টের মিল ও কিছু আছে যেমন ফরমাল প্যান্ট ইদানিং সবাই বেশ আঁটসাঁট করে বানিয়ে পড়ছে।
তবে সব কথার আসল কথা আমার কাছে ঐ সময়ের ছবি অসাধারন লাগে। আর ছবির মানুষ গুলোকে অনেক সহজ আর সরল লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন