সোমবার, ৩ জুন, ২০১৩

শিক্ষকদের শিক্ষকতা নাকি ক্ষমতাকতা

শিক্ষকদের উচিত ছাত্রদের সাথে ক্ষমতার অপব্যাবহার না করা। শিক্ষকদের উচিত নিজের সম্মান বজায় রেখে ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করা। 
তা না হলে যেকোনো সময় যেকোনো শিক্ষকই সম্মান হারাতে পারেন, তখন কিন্তু ছাত্রদের দোষ দেয়া ঠিক হয় না। একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে যথাযথ সাহায্য করতেই না পারলেন তাহলে তিনি কিসের শিক্ষক। আমার মনে হয় ৯৮% শিক্ষার্থীই টিচারের সাথে কখনোই অকারনে অসম্মান জনক কিছু করেনা। টিচার যখন সামান্য দোষে অনেক বড় ক্ষমতা দেখিয়ে নিজের সম্মান জোর করে পেতে চান ঠিক তখনই তার সম্মান হারানোর যথেষ্ট সম্ভাবনা থাকে।
শিক্ষক আসলে তো বাবা - মা বা বড় ভাই - বোনের মতো। তাহলে তারা কেন ছাত্রদেরকে সন্তান বা ছোট ভাই বোনের মতো চোখে না দেখে শত্রু মনে করে।
সবশেষ কথা হল '' জোর করে সম্মান পাওয়া যায় না, নিজের ব্যাবহারে সম্মান এমনিই চলে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন